একটি চেয়ারের যেমন চারটি পা , তেমনি এই চারজন অফিসার হচ্ছেন আমাদের শা সাকসেসের একটি ভরসার চেয়ার | একজনকে বাদ দিয়ে আরেকজন , চিন্তাই করা যাবে না | আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহার সাথে রুসলান শাহ আদিবের কর্মক্ষেত্রে মেলবন্ধন ; অন্যদিকে আমাদের আরেক ডাইনামিক ইন্টেলিজেন্স অফিসার মনোজিৎ দাসের সাথে হাসিব রশীদের কর্ম যোগসূত্র একজন স্টুডেন্টের স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্যে সম্মিলিত কাজ করে | আবার এই চারজন যখন এক হয়ে একটি ফাইল নিয়ে কাজ করে, তখন ধরে নিতে হবে- ফাইল এখন চূড়ান্ত স্বপ্ন দেখার অপেক্ষায় | আসুন, জেনে নেই এই চারজনের কর্মক্ষেত্রে সাফল্যের জার্নির ছোট্ট ভূমিকা |



